ছাত্রদলের কাউন্সিলরদের জরুরি তলব, আজই হতে পারে কমিটি

ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ৫৩৩ জন কাউন্সিলরকে আজ বিকাল ৪টার মধ্যে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় কার্যালয়ে আসার জরুরি তলব পাওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর ছাত্রদলের একাধিক কাউন্সিলর। তারা জানিয়েছেন, ফোন করে বিকাল ৪টার মধ্যে অবশ্যই কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয়েছে।
কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আজই কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।
নতুনসময়/আইকে