ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণিতে আর পরীক্ষা থাকছেনা


৬ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২২

ছবি সংগৃহিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা থাকবে না জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।।

আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন,২০২১ সাল থেকে তা কার্যকর করা হবে। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে আমরা এনসিটিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি।

তিনি আরো বলেন, আমরা তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা রাখব না । স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং স্কুল থেকে তাদের যে ডায়েরি দেওয়া হয় তার রিপোর্টের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।

আগামী বছর ১০০টি স্কুলে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করে দেখব। আমরা এখন ২০২১ সালের নতুন কারিকুলাম নিয়ে কাজ করছি। সারা বছরেই ক্লাসে মূল্যায়ন করা হবে। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণ সবগুলো বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে।”