ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বাকৃবিতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান


৬ আগস্ট ২০১৯ ২০:৫০

ছবি সংগৃহিত

এডিস মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ছাত্রলীগ।

সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ওই অভিযান চালানো হয়।
অভিযানে আগাছা পরিষ্কার, ড্রেনে ব্লিচিং পাউডার প্রয়োগ, মশা নিধনের স্প্রে ছিটানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকটর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রায় মহামারি আকার ধারণ করেছে। ময়লা আবর্জনা এবং পানি জমে থাকলে এডিস মশার বংশবিস্তারের সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয়ে এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে।