ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


জাহাঙ্গীরনগরে ইতিহাস অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব


১৩ জুলাই ২০১৯ ২০:০৬

ছবি সংগৃহিত

‘নিজের শেকড়কে জানো, নিজেকে সমৃদ্ধ করো’–এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ইতিহাস অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের তত্ত্বাবধানে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমরান জাহান, মুক্ত আসরের উপদেষ্টা অধ্যাপক রাশেদা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, অলিম্পিয়াড কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আবেদা সুলতানা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সাহাদাত পারভেজ, আশফাকুজ্জামান, সংগীতা আচার্য, মাহমুদ ইকবাল, হিমেল হোসেন, সাইফুল্লাহ সাদেক প্রমুখ।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর, সাভার, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় চারশ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক। আলোচনা সভা শেষে চারটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ নেওয়া শীর্ষ ১০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার হিসেবে দেওয়া হয় বই, ক্রেস্ট, সনদ। বিজয়ীরা জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবে।