ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


কাঁচাপাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার


১৩ জুন ২০১৯ ০৩:০৩

আন-কাট, বাংলা তোষা রিজেকশন (বিটিআর) এবং বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর) নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


২০১৮ সালের ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর এবং বিডব্লিউআর নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয়। তখন জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, ‘পাট আইন, ২০১৭-এর ধারা-১৩ মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আনকাট, বিটিআর ও বিডব্লিউআর নামে কাঁচা পাটের রপ্তানি বন্ধ করা হলো। অন্যান্য কাঁচাপাট রপ্তানি যথারীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’


এর আগে ২০১৫ সালের ৩ নভেম্বর একমাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এর একমাস পর এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল করা হয়। তবে ২০১৬ সালের ৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ২৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এই প্রজ্ঞাপন জারি করা হয়।


নতুনসময়/আর