যমুনা ফিউচার পার্কে ‘ওমেগা ওয়াচ’ বুটিক এর উদ্বোধন

আন্তর্জাতিক মানসম্পন্ন হাতঘড়ি কোম্পানি 'সাকো ওয়াচ কোম্পানি' যমুনা ফিউচার পার্কে ‘ওমেগা বুটিক’ নামে ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে। রোববার (৫ মে) সন্ধ্যায় ফিউচার পার্কের ডি জোনে এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ওমেগা কোম্পানির ঘড়ির পাশাপাশি বুমে মার্সিয়ার, কার্টিয়ার, মন্ট ব্লাংক ও অন্যান্য ব্রান্ডের হাতঘড়িও থাকবে এই শপে।
জমকালো এ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এই সরকার ব্যবসাবান্ধব। সরকার দেশের ব্যবসায়ীদের এগিয়ে নিতে নানা প্রণোদনাও দিচ্ছে। ঠিকমতো সরকারের রাজস্ব দিলেই সরকার সহায়তা করতে প্রস্তুত।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় ওমেগা, উন্নত দেশে প্রচলিত থাকলেও এখন বাংলাদেশে।’
এ সময় সাকো ওয়াচ কোম্পানির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘ সময় ধরেই আমরা এই ব্যবসা পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় এবার যমুনা ফিউচার পার্কে নতুন এ শপের উদ্বোধন করেছি। উন্নত মানের ও রুচিশীল পণ্য মানুষের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর।’
নতুনসময়/এনএইচ