ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


পান্থপথে আইকন ফার্নিচারের প্রধান শাখা উদ্বোধন


২৩ মার্চ ২০১৯ ২৩:০৯

রাজধানীর পান্থপথে রীথ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘আইকন ফার্নিচার’ এর প্রধান শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গত সাপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার খান মর্ডান হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান এমপি, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও অভিনেতা/নির্মাতা মীর সাব্বীর।

অনুষ্ঠানে আইকন ফার্নিচারের চেয়ারম্যান এ.এম. ইউনুস ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান শুভ জানান, ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ করে গ্রাম পর্যায় থেকে শহর পর্যায়ে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আইকন ফার্নিচার বাজারে তিন স্তরের ফার্নিচার নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে রেগুলার, ক্লাসিক এবং সিগনেচারভিত্তিক ফার্নিচার।