ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


বিজেআইটি পরিদর্শন করলেন জাপানী মন্ত্রী


১৭ জানুয়ারী ২০১৯ ০৪:০৪

বিজেআইটি পরিদর্শন করলেন জাপানী মন্ত্রী

ঢাকায় বিজেআইটির প্রধান কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশে সফররত জাপানের অর্থনৈতিক পুনর্গঠন বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মতেগি। গত ১৪ জানুয়ারি পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ জাপানী দূতাবাসের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, বিজেআইটির প্রতিষ্ঠাতা জেএম আকবর, ইয়াসুহিরো আকাশীসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় জেএম আকবর জাপানী মন্ত্রীর সামনে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মদক্ষতা ও সক্ষমতার বিষয়টি তুলে ধরেন।

ইয়াসুহিরো আকাশী জাপান-বাংলাদেশ যৌথভাবে আইটি সেক্টরে কাজের ব্যাপারে জোর দেন। জাপানী মন্ত্রী তোশিমিতসু মতেগি বিজেআইটির প্রকৌশলী ও শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অংশ নেন। ভবিষ্যতে আইটি ইন্ডাস্ট্রির সম্ভাবনার বিভিন্ন বিষয়ই মূলত আলোচনায় উঠে আসে।

/এটিএম