ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধরে ঘোষনা বিজিএমইএ’র


১৪ জানুয়ারী ২০১৯ ০১:৫২

শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধরে ঘোষনা বিজিএমইএ’

আগামীকাল থেকে মজুরি কাঠামো নিয়ে আন্দোলনরত শ্রমিকরা কারখানায় কাজ না করলে তাদের কোন মজুরি প্রদান করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (১৩-০১-১৯) দুপুরে পোশাক শিল্পে উদ্ভূত পরিস্হিতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ বলনে, ‘একটি কুচক্রান্তকারী মহলের’ ইন্ধনেই শ্রমিকরা এ ধরনের আন্দোলন চালাচ্ছে বলে তারা মনে করছেন ।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি এবং মজুরি কাঠামোর পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা।