ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


নেত্রকোনায় আয়কর মেলা সমাপ্ত, সোমবার কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আয়কর মেলা


১৯ নভেম্বর ২০১৮ ০৩:২৪

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চারদিনব্যাপী নেত্রকোনা আয়কর মেলা ২০১৮ এর সমাপ্তি হয়। উপকর কমিশনার মো: মিজানুর রহমান জানান, এবছর রিটার্ন ফরম জমা দিয়েছেন ২,০২৩ জন, নতুন করদাতা হয়েছেন ২৬৩ জন, আদায় হয়েছে ৮৬,০০,০০০ টাকা। সেবা গ্রহণ করেছেন ৮,৫০০ জন গ্রাহক।

সোমবার (১৯ নভেম্বর) কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এতে ২০০ নতুন করদাতা ও ৪০০ রিটার্ন ফরম জমা হবে বলে আমরা আশাবাদী।

গত বছর ২০১৭ আয়কর মেলায় রিটার্ন ফরম জমা দিয়েছিলেন ৯১৮ জন, নতুন কর দাতা ছিলেন ১০২ জন, আদায় হয়েছিল ৬৩,২৯,০০,০০০/- টাকা। সেবা প্রদান পেয়েছিলেন ৫৫০০ জন গ্রহিতা। কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৭,০০,০০,০০০/- টাকা। সকলের আগ্রহ ও সহযোগিতায় আদায় হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি টাকা বেশি অর্থাৎ ৪৯,০০,০০,০০০/- টাকা। নেত্রকোণা কর অফিস ও কর কমিশনার মো: মিজানুর রহমান বলেন, ‘আগের চেয়ে গ্রাহক সচেতনতা ও আগ্রহ বেড়েছে।

এমএ