টানা ষষ্ঠবারের মত সেরা করদাতা নড়াইলের গিয়াস উদ্দিন

টানা ষষ্ঠবারের মত সেরা করদাতা মনোনীত হলেন নড়াইল জেলার কনিষ্ঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু। বরাবরের মত ২০১৭-১৮ অর্থ বছরেরও সেরা করদাতা মনোনীত হন তিনি।
এ উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়াস উদ্দিন খান ডালুকে সেরা করদাতা ক্রেস্ট ও সনদ উপহার দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, তালুকদার আব্দুল খালেক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) কালিপদ হালদার, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর কমিশনার (কর আপীল অঞ্চল-খুলনা) প্রশান্ত কুমার রায়, উপ মহা পুলিশ পরিদর্শক (খুলনা রেঞ্জ) মো. দিদার আহম্মদ, কমিশনার (কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা) মো. মোস্তবা আলী, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, কর কমিশনারি (কর অঞ্চল, খুলনা) মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য, নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু মৃত গোলাম মোর্শেদ খানের ছোট ছেলে। তিনি রূপালী ট্রেডার্স, রূপালী মটরস ও আর কে ইন্টারন্যাশনাল নামের তিনটি প্রতিষ্ঠানের কর্ণধার।
এমএ