১২ হাজার শ্রমিকের ছয় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো এস আলম

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ছয়টি কারখানা বুধবার (২৫ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বন্ধের নোটিশ টাঙ্গানো হয়েছে কারখানাগুলোর সামনে।
কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।
আকস্মিক কারখানা বন্ধের নোটিশে হতবাক হয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শতাধিক শ্রমিক এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড কারখানায় গিয়ে বিক্ষোভ করেছেন।
নজরুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, আগাম কোনও নির্দেশনা ছাড়াই কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এটা অন্যায়। হঠাৎ চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবো?
মঙ্গলবার এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে গ্রুপটির এসব কারখানা বন্ধের বিষয়টি জানা যায়।
নোটিশে উল্লেখ করা হয়, কারখানার সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে। নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এস আলম গ্রুপের উপ-ব্যবস্থাপক আশীষ কুমার নাথ জানিয়েছেন, কাঁচামাল সংকটের কারণে কারখানাগুলো বন্ধ করে দিতে হয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা চালু থাকবে।
এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন ছয়টি কারখানা বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এসব কারখানায় কমপক্ষে ১২ হাজারের বেশি শ্রমিক কাজ করতো। এর চেয়ে আমি বেশি কিছু বলতে পারবো না।
বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, এস আলম কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, এস আলম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচামাল সংকটের কারণে কারখানাগুলো সাময়িক বন্ধ করা হচ্ছে। পুনরায় চালু করা হবে। শ্রমিক অসন্তোষ যাতে না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।