ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


বিনা নোটিশে বন্ধ হলো ডং ব্যাং ফ্যাসিলিটিজ কারখানা


২১ অক্টোবর ২০২৪ ১০:৩৮

ফাইল ফটো

বিনা নোটিশে বন্ধ হলো ঢাকা ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ডং ব্যাং ফ্যাসিলিটিজ বিডি লিমিটেড কারখানা।

 

রোববার (২০ অক্টোবর) সকালে শ্রমিকরা ফ্যাক্টরিতে পৌঁছে বন্ধের নোটিশ দেখে গেটের সামনে অবস্থান করেন। 
জানা যায়, বিনা নোটিশে বন্ধ ঘোষণা করা হয় ডং ব্যাং ফ্যাসিলিটিজ কারখানা। রোববার (২০ অক্টোবর) সকালে শ্রমিকরা ফ্যাক্টরিতে পৌঁছে বন্ধের নোটিশ দেখে গেটের সামনে অবস্থান করেন। পরে ফ্যাক্টরি কর্তৃপক্ষ আগামী ২৩ অক্টোবর তাদের পাওনাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ফ্যাক্টরি এলাকা ত্যাগ করেন।