আজ সব ব্যাংক বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সরকার নির্বাহী আদেশ ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত রাতে আলাদা বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দরের মতো এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপ-শাখা এবং বুথ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।