ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সালমান এফ রহমানের ছেলে শায়ানকে আইএফআইসি ব্যাংক থেকে অব্যাহতি


১৩ আগস্ট ২০২৪ ১৮:৪৯

ফাইল ফটো

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এক নির্দেশে এই সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণ ইস্যুতে শায়ান রহমানকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শায়ানের বাবা সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।