ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ফেব্রুয়ারিতে রপ্তানি ১২ শতাংশ বেড়েছে


৫ মার্চ ২০২৪ ০৯:৫৫

প্রতিকি

উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেড়ে ৫১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ আজ সোমবার বলেন, ফেব্রুয়ারিতে রপ্তানি ৫২৪ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৯৮ শতাংশ কম হয়েছে।


তিনি জানান, জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি তিন হাজার ৮৪৫ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক ৭১ শতাংশ বেশি।

তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি চার হাজার ১১২ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে ছয় দশমিক ৪৮ শতাংশ কম ছিল।

গত তিন মাসের প্রত্যেক মাসেই পাঁচ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।