২৪ দিনে রেমিট্যান্স এল ১৩৩ কোটি মার্কিন ডলার

দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি মার্কিন ডলার। সেটিও চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে। ডলারপ্রতি ১০৭ টাকা দরে যার পরিমাণ দাড়ায় প্রায় ২৪ হাজার ২৩১ কোটি টাকার কিছু বেশি।
তবে ধারণা করা হচ্ছে মাস শেষে তা আগের মাসের চেয়ে কম হওয়ার শঙ্কা রয়েছে।
কম কর্মদিবসের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৫৪ লাখ ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছিল প্রায় ৬ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে কিছুটা কমেছে।
রবিবার প্রবাসী আয় সম্পর্কিত এ প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আলোচ্য রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ১৫ লাখ ডলাার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৪৩ লাখ ডলার। আর দেশে ব্যবসা করা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার।
প্রসঙ্গত, প্রবাসী আয় (রেমিট্যান্স) বৈদেশিক রিজার্ভের বড় মাধ্যম। যা তুলনামূলক কম ডলার ব্যয়ের মাধ্যমে অর্জিত হয়।
আইকে