আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এ ঘোষণা দেন।
এনবিআর সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
আগের ঘোষণা অনুযায়ী আজ ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।
নতুনসময়/আইকে