১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেনে নতুন সূচি

আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকের লেনদেনের নতুন সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়। এবং শেষ হবে বিকেল ৫টায়।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের আগস্টে জারি করা ডিওএস সার্কুলার লেটার-২৪-এর নির্দেশনা বলবৎ থাকবে।
এর আগে গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।