বিকেল ৫টার মধ্যে ব্যাংক বন্ধের নির্দেশ

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।
নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে।
আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৫ টার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপ-শাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।