অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশ: আইএমএফ

অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশ বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ এ কথা বলেন।
এ সময় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন সংস্থাটির পলিসি অ্যান্ড রিভিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর উমা রামাকৃষ্ণান।
আইএমএফ জানায়, বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অক্টোবরে নেওয়া হবে। আইএমএফ এর ঋণের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের পরিস্থিতি অন্য দেশের তুলনায় অনেক ভালো। বিশেষ করে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি খুবই কম।