সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফরফ মৃত্যুদণ্ডে দণ্ডিত

নজির গড়ে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডের সাজা দিল পাকিস্তানের একটি বিশেষ আদালত। মঙ্গলবার মুশারফের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি মামলায় এই সাজা ঘোষণা করে তিন বিচারপতির বেঞ্চ।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০০৭ সালে সেনা অভ্যুথানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল ও জরুরি অবস্থা লাগু করা নিয়ে ২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে মামলা শুরু করা হয়। তাঁর বিরুদ্ধে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। শুনানি শেষে ২০১৪ সালের মার্চ মাসে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ওই রায়ের বিরুদ্ধে আবেদন ও অন্যান্য আইনি জটিলতায় সাজ ঘোষণা ক্রমে পিছিয়ে যায়। এহেন পরিস্থিতিতে ২০১৬ সালে দেশ ছাড়েন প্রাক্তন পাক সেনপ্রধান। বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন রয়েছেন মুশারফ বলে খবর।
এদিকে, সরকার ও আদালতের মধ্যে চলা টানাপোড়েনের শেষে গত চলতি মাসের ৫ তারিখ বিশেষ আদালত জানিয়েছিল ডিসেম্বরের ১৭ তারিখ বা আজ শুনানি শেষে সাজা ঘোষণা করা হবে।