ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ঈদে ৭২ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা


১৭ আগস্ট ২০১৯ ১৯:৪৫

কোরবানির ঈদ উপলক্ষে চলতি মাসে দেশে ৭২ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। আর সেটি চলতি মাসের ৯ দিনের মধ্যেই এসেছে। এর আগে এতো কম সময়ে এ পরিমাণ রেমিটেন্স কখনও আসেনি।

গত ১২ আগস্ট দেশে কোরবানির ঈদ উদযাপিত হয়। আর এর আগে ৯ আগস্ট পর্যন্ত রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে দেখা যায়, ১ আগস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত ৭১ কোটি ৬২ লাখ ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশে।

অন্যদিকে এর আগে ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৬০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। রেমিটেন্সের ওই অংক ছিল মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর গত বছরের জুলাই মাসের চেয়ে ২১ দশমিক ২০ শতাংশ বেশি। জুলাই মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসের শুরুতেও বেশি রেমিটেন্স পাঠিয়েছে তারা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও ভালো প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে পরিবার-পরিজানের কাছে বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।