বাংলাদেশে কাওয়াসাকির নতুন স্পোর্টস বাইক নিনজা

দেশের বাজারে নতুন একটা স্পোর্টস বাইক নিয়ে এলো জাপানের বিখ্যাত স্পোর্টস বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি। মডেল নিনজা জেডএক্স-১০আর। বাইকটি ৯৯৮ সিসির। এতে ১১৪.৯ টর্ক পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে এবিএস। সঙ্গে আছে হাই পারফর্মেন্স ব্রেমবো ব্রেক ব্যালেন্স ফ্রি শক।
রেসিং এডিশনের এই বাইকটিতে ফোর সিলিন্ডার ওয়াটার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ২০০ বিএইচপি শক্তি পাওয়া যাবে। সিঙ্গেল সিটের এই বাইক ইতোমধ্যে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর আনুষ্ঠানিকভাবে কাওয়াসাকি বাংলাদেশের বাইক বাজারে যাত্রা করে। রাজধানীর তেজগাঁওয়ে কাওয়াসাকির একটি প্রদর্শনী কেন্দ্র ও কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। সম্প্রতি রাজধানীর বাংলামোটরে দ্বিতীয় প্রদর্শনী কেন্দ্র ও সার্ভিস সেন্টারের যাত্রা করল কাওয়াসাকি।