ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে : শিল্পমন্ত্রী


১৪ জুলাই ২০১৯ ২০:১৩

ছবি সংগৃহিত

পণ্য বিপণনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। বিদেশের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। এ প্রতিযোগিতায় দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দ্বিতীয় বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন উপলক্ষে আয়োজিত মার্কেটিং শিক্ষক ও পেশাজীবীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান।

শিল্পমন্ত্রী বলেন, সময় এখন বাংলাদেশের। দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে সাফল্যের স্বাক্ষর রাখছে। তিনি এ সময় পণ্যের মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।