ভোলায় ঈদের রাতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা!
-2019-06-05-12-27-15.jpg)
ভোলার সদর উপজেলার ভেদুরিয়ায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম হাকিম মিজি (৫০) কে দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বত্তরা কুপিয়ে হত্যা করেছে।
নিউজ পড়তে এখানে ক্লিক করুন:-পরীমনিকে বিয়ে করছেন আলমগীর!
বুধবার সকালে ওই ইউনিয়নের হেতনার হাট এলাকার একটি খালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
হাকিম মিজি নামের ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ হেতনার হাট এলাকার একটি খালে ফেলে রাখা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এলাকাবাসি জানান , রফিকুল ইসলাম হাকিম মিঝি মেম্বারের এলাকার দুইজন লোককে থানা পুলিশ আটক করেন। এর ভিতরে একজন নিরাপরাধ থাকায় পুলিশ ছেড়ে দেয়।লোকটিকে থানা থেকে মুক্ত করে দিয়ে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা্ করা হচ্ছে।
নতুনসময়/আল-এম