ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

অতিরিক্ত মদ্যপানে বিদেশি প্রকৌশলী ও রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু


৭ এপ্রিল ২০১৯ ২৩:৩৬

অতিরিক্ত মদ্যপানে বিদেশি প্রকৌশলী ও রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

মদ্যপানের আলাদা ঘটনায় রাশিয়ান প্রকৌশলী ও রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো দুই প্রকৌশলী। আজ রোববার সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির জানান, শনিবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়লে দুই ছাত্রকে রাজাশাহী মেডিকেল কলেজে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিংসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এরা হলেন- আইন বিভাগের ২য় বর্ষের ছাত্র ও দৌলতপুর থানার কবির আলম খানের ছেলে মুহতাসিম রাফি খান অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও নীলফামারীর ডোমারের ছোট রাউতরা গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে তুর্য রায়। এদের মধ্যে মুহতাসিম নগরীর সালসাবিল ও তুর্য সাইদ টাওয়ার নামে দুটি ছাত্রাবাসে থাকতেন । তাদের সাথে মদ খেয়ে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, মদপানে করে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত রাশিয়ান প্রকৌশলী মিচি মাই জিমা (৪১) মারা গেছেন। একই ঘটনায় অসুস্থ আরো দুই প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মদপানের পর তিন প্রকৌশলী অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুরে তাদেরকে পাবনা জেলা সদর হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই জিমা মারা যান। বাকি দুজন এখনো চিকিৎসাধীন।

এবিষয়ে রাজশাহী মহাগর পুলিশের মুখপাত্র অীতরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাবির দুই শিক্ষার্থীর মৃত্যুর মদপান নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া, রাশিয়ান নাগরিকের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, তারা এলকোহল সেবন করেছিলেন। অসুস্থ দুই জন এখনো রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।