ঢাকা বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই


৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৩

ফাইল ফটো

টাঙ্গাইলে চাঁদা দিতে না চাওয়ায় মো. রাসেল নামে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) শহরের বেবীস্ট্যান্ড মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সাদ বস্ত্রালয় অ্যান্ড রিম টেইলার্সে এ ঘটনা ঘটে।

 

আহত মো. রাসেল শহরের বেবীস্ট্যান্ড মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সাদ বস্ত্রালয় অ্যান্ড রিম টেইলার্স ও পাঞ্জাবি অ্যান্ড বোরকা হাউজের মালিক এবং আ. আজিজের ছেলে।

 

জানা যায়, রাসেলের পূর্ব পরিচিত সদর উপজেলার কলেজপাড়ার আ. করিম কসাইয়ের ছেলে রাকিব তার দোকানে এসে ১০ হাজার টাকা দাবি করেন। তবে রাসেল টাকা দিতে না চাওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ফোন করে তার ৪-৫ জন সহযোগীকে ডেকে এনে রাসেলকে মারধর করে এবং দোকানের কেচি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে রাসেল রক্তাক্ত জখম হন। 

 

এরপর তার দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনার টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন দোকানদার রাসেল।