ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় দুইজন আটক


২৪ অক্টোবর ২০১৯ ০৫:৪৩

ছবি-নতুনসময়

চুয়াডাঙ্গায় পাচারের সময় ২২৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে মোটরযান অভিযানের সময় তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২২৮ বোতল ভারতীয় ফেনসিডিল।

আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে মামুন হোসেন (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন
(২০)।

পুলিশ জানায়, দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে নিয়মিত মোটরযান অভিযান চালানো হয়। এ সময় আলমডাঙ্গাগামী একটি ইটভাঙা গাড়ি (শ্যালো চালিত) তল্লাশি করে পুলিশ। পরে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক করা হয় গাড়ির চালক ও সহযোগীকে। তারা ফেনসিডিলগুলো কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) শাহাবুদ্দিন মোল্লা জানান, আটককৃত আসামি ও ফেনসিডিল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নতুনসময়/আইকে