ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ জুয়ার কেসিনোতে র‌্যাবের অভিযান


১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০১

নতুন সময়

নিষিদ্ধ জুয়ার কেসিনোতে অভিযান চালাচ্ছে র‍্যাব। রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবের এ অভিযান পরিচালনা করেন। আজ বুধবার বিকেলে শুরু হয় অভিযানটি। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‍্যাবের সদস্যরা। সারওয়ার আলম বলেন, অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। 

অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‍্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেননি।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরও বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং কেসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে ভিতরে পাওয় যায়। পরে তাদের আটক করা হয়,তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো গণনা চলছে বলেও জানান তিনি। এই কেসিনোর মালিক একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলে জানা যায়।