ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় চিত্রনায়িকা শিমলাকে পুলিশের জিজ্ঞাসাবাদ


১৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪০

ফাইল ফটো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবী জামানের স্ত্রী চিত্রনায়িকা শামসুর নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া জানান, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় মামলার তদন্তের স্বার্থে বেশ কিছু বিষয় জানার দরকার ছিল। তাই নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হন ছিনতাইচেষ্টাকারী।