ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ৭টি ফার্মেসীকে জরিমানা


২২ জুলাই ২০১৯ ০৬:৩৫

আশুলিয়ায় মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ৭টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

এ সময় মেয়াদ উত্তীর্ণ, আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে আলী ফার্মেসীকে ৪ লাখ ও আবেদীন ফার্মেসীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো চারটি ফার্মেসীকে ২ লাখ ও অপর আরেকটি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে ওষুধ অধিদপ্তর ও র‌্যাব এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, অভিযানে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ পান তারা। এছাড়া বিভিন্ন প্রকার ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করে খোলামেলাভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন এ সব ফার্মেসী ব্যবসায়ীরা। এমনকি ফার্মাসিস্ট সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রাদি ছাড়াই তারা ওষুধ বিক্রি করে আসছিলেন বলেও জানান তিনি।

এই কর্মকর্তা আরো জানান, আগামিতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।