ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ডিবি কার্যালয় থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার


১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৯

অস্ত্রসহ গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পালিয়ে যান আন্তজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলাম। পালানোর ১১ ফের ডাকাত সর্দার জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মকসুদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ জানায়, একটি কাটা রাইফেলসহ জাহিদুলকে শনিবার (০১ সেপ্টেম্বর) রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। রোববার (০২ সেপ্টেম্বর) ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় জাহিদুল পালিয়ে গেলে কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আইএমটি