ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু ১৬ সেপ্টেম্বর


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪২

তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

সাতক্ষীরার তিনশ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। আর সেই মেলা উপলক্ষেই প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয় এবং সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিদিন সকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মাস ব্যাপী মেলা চলবে। খুলনা রোড মোড় হতে ইটাগাছা পর্যন্ত বিভিন্ন নার্সারীর দোকান বসবে। পলাশপোল স্কুলের আশেপাশে বেত ও বাশের তৈরী সামগ্রী বিক্রয় হবে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মনোহরী সহ বিভিন্ন প্রকারের দোকান বসবে। সাথে থাকবে নাগড়দোলা, ইলেক্টিক ট্রেনসহ বাঙ্গালীর ঐত্যিহের শিল্প সামগ্রী।

জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, এনডিসি দেওয়ান আকরামুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শেখ শফিক-উদ দ্দৌলা সাগর, কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস।

আরআইএস