মেহেরপুরে গ্রেপ্তার ১৪

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার ১৪ আসামীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশের কন্ট্রোলরুম থেকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে গাংনী, সদর ও মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয় বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সকলেই জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আইএমটি