রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার শীর্ষ ডাকাত শওকত আলী ঘুঘু (৩৩) নিহত হয়েছেন। নিহত ঘুঘু ডাকাত নগরীর ১৪নং ওয়ার্ডের দেওডোবা ডাঙিরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জনায় র্যাব।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা জানান, নিহত ঘুঘু রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় মাদক বেচাকেনা করছিলেন। এ সময় র্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে ঘুঘু ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এসময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবৃদ্ধ অবস্থায় ঘুঘু ডাকাতের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে ১৩টির অধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।
আইএমটি