ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন মধুহাটী ইউপি


১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৬

ঝিনাইদহ জেলা সদরের স্থানীয় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঝিনাইদ সদর উপজেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় মধুহাটী ইউপি টাইব্রেকারে ৩-০ গোলে পাগলা কানাই ইউপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 
 
উভয়ার্ধে উভয় দল কোনো গোল করতে পারেনি। খেলার নির্ধারিত সময় অমীমাংসিত থাকায় শেষ অবধি টাইব্রেকার কিক গড়ায়।
 
টাইব্রেকার কিকে মধুহাটী দলের ১১ নম্বর জার্সি খেলোয়াড় অধিনায়ক আরিয়ান, ৭ নম্বর জার্সি ইমরান ও ৯ নম্বর জার্সি সুমন গোল করলেও ১০ নম্বর সামিরুল গোল করতে পারেননি। পক্ষান্তরে পাগলা কানাই দলের ৯ নম্বর জার্সি দুলাল করলেও অপরাপর ১১ নম্বর বদলী খেলোয়াড় তুষার, ৭ নম্বর খেলোয়াড় আলামিন ও ২ নম্বর খেলোয়াড় অধিনায়ক প্রিন্স মাহমুদ টাইব্রেকার কিকে গোল করতে ব্যর্থ হন।
 
সেই সুবাদে গোলকিপার মুকুলকে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেয়া হয়।
 
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়ের কাছে ট্রফি তুলে দেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। 
 
একেএ