দাদনের টাকার জন্য জেলেকে নির্যাতন

বরগুনার পাথরঘাটায় নাঈম (২৪) নামে এক জেলেকে দাদনের টাকার জন্য শিকলে বেঁধে নির্যাতন করার আভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে পাথরঘাটার উপজেলার বাদুরতলা বাজারে এ নির্যাতনের ঘটনা ঘটে। নাঈম উপজেলার পূর্ব কালমেঘা ইউনিয়নের রিকশাচালক আ. বারেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম বাদুরতলা গ্রামের নাসির নামক এক ট্রলার মালিকের ট্রলারে জেলে হিসেবে কাজ করতো। মাছ ধরার সুবাদে দাদনের টাকা আনেন। কিন্তু সে টাকা এনে সাগরে মাছ ধরতে না যাওয়ায় ওই ট্রলারের হলা মাঝি আল আমিন তার পায়ে শিকল দিয়ে বাদুরতলা বাজারের টলসেডের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। পরে পুলিশ গিয়ে নাঈমকে উদ্ধার করে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত নাঈমকে উদ্ধার করে। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একেএ