ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


তুলার গুদামে আগুন


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪০

আগুন
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের কাশবন হোটেলের পাশে দুইটি তুলার গুদামে আগুন লেগেছে। এতে গুদামের পাশে থাকা একটি দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
 
পরে চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বহদ্দারহাটে তুলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরেকটি তুলার গুদামে ছড়িয়ে পড়ে। 
 
এতে আশেপাশের দোকান ও কয়েকটি বসতঘর আগুনে পুড়ে যায় বলে জানান উপ-পরিচালক জসিম উদ্দিন।
 
একেএ