ন্যান্সিসহ স্বামীকে আটকের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতন মামলার আসামি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে গ্রেপ্তারের দাবীতে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সামিউন্নাহার শানুর সহপাঠিরা নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করে।
সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে শানুর উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন- নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী, আনিকা তাবাসসুম অমি, জেলা ছাত্রলীগের গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আলী আযহার বিপু, মীর ছুটন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামিউন্নাহার শানুর দায়ের করা মামলায় তার স্বামী শাহারিয়ার আমান সানি গ্রেপ্তার হলেও নির্যাতনের উস্কানীদাতাদের এখন পুলিশ গ্রেফতার করেনি। উস্কানীদাতা হিসাবে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক।
উল্লেখ্য, যৌতুকের জন্য নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সামিউন্নাহার শানু স্বামী শাহারিয়ার আমান সানি, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়।
পুলিশ শুক্রবার সন্ধ্যায় শাহারিয়ার আমান সানিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন খান জানান, নারী নির্যাতন মামলার আসামি নাজমুন মুনিরা ন্যান্সিসহ তার স্বামী নাদিমুজ্জামান জায়েদকে আসামী করার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএমএন