ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নড়াইলে ককটেল-ইয়াবাসহ গ্রপ্তার ৩৩


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪০

নড়াইলে ৫টি ককটেল ও ইয়াবাসহ ৩৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

বধুবার (১৩ সেপ্টেম্বর)রাত  থেকে শুরু করে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে  জানিয়েছেন পুলিশ।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এদের মধ্যে সদরে ৯ , লোহাগড়া ১০, কালিয়া ৮, নড়াগাতি ৬ জনকে আটক করা হয়।

অপরদিকে, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ নাজির আহম্মেদ (৩৫)এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করেছে।

জানা গেছে, বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নাজির নড়াইলে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নড়াইলের সদর হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করলে পুলিশ  সন্দেহজনকভাবে দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী বলে জানায়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান এদর গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমএন