ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সেনা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৬

এতো মানুষ আর কখনো দেখেনি ঝিনাইদহবাসি। শত শত সাধারণ মানুষ যোগ দিয়েছে মানববন্ধনে। সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বংকিরা গ্রামের স্কুল মোড়ে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে নিহত সেনা সদস্য সাইফুলের পিতা হাবিজুদ্দীন হাবু সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন ইউপি মেম্বররামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগদান করেন।

মানববন্ধনে বক্তারা ল্যান্স কর্পোরাল নিহত সাইফুল ইসলামকে নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ উল্লেখ করে বলেন, এই খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এলাকাবাসি দ্রুত বিচার দেখতে চাই।

নিহত সেনা সদস্য সাইফুলের পিতা হাবিজুদ্দীন হাবু বলেন, কি অপরাধ করেছিল আমার সন্তানের? কেন তাকে এ ভাবে নির্মমভাবে ঈদের আগে হত্যা করা হলো। তার দুই সন্তানের দিকে তো আমি তাকাতে পারি না। তিনি সন্তান হত্যার বিচার চান।

উল্লেখ গত ১৮ আগস্ট সন্ধ্যায় ৬-৭ জন ডাকাতরা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় বংকিরা গ্রামের আকিমুল, চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের ডালিম ও সদরের বোড়াই গ্রামের মিজানুর রহমান মিজারকে গ্রেপ্তার করে।

এসএমএন