নড়াইলে শুরু হয়েছে প্রতিমা তৈরীর কাজ!

আজ (১৩সেপ্টেম্বর) নড়াইলে আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। হাতে খুব অল্প সময় তবে ইতিমধ্যে নড়াইলের প্রায় সব পূজা মন্ডপে পালরা ব্যস্ত মা দূর্গার প্রতিমা তৈরীর কাজে। কোথাও চলছে প্রতিমা বেনা দেওয়া আবার কোথাও প্রতিমা মাটি করনের কাজ। পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী ১৪ অক্টোবর (রবিবার) মহাপ মী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। এর আগে ৯ অক্টোবর (মঙ্গলবার) হবে মহালয়া। এ বছর মা দূর্গা আসছেন ঘোটক (ঘোড়ায়) চেপে। দশমী পূজার মধ্য দিয়ে ১৯ অক্টোবর (শুক্রবার) শেষ হবে ।
আইএমটি