ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আত্মহত্যা


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৮

বান্দরবানের লামায় পারিবারিক কলহের জের ধরে আবুল কাসেম (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত সৈয়দ জামালের ছেলে।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিয়াকত আলী বলেন, লাশটি উদ্ধার করে লামা থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানায়, নিহত কাসেম একজন ফার্ণিচার মিস্ত্রি। তার কাইমুল ইসলাম সোহান (৩) নামে একটি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী কুলসুমা বেগম রেখা (২২) বর্তমানে গর্ভবতী। স্ত্রীর সঙ্গে নিহতের সম্পর্ক ভাল ছিল না। প্রতিদিন তাদের সংসারে ঝামেলা লেগেই থাকত।

গত কোরবানির ঈদে কুলসুমা বেগম তার বাবার বাড়িতে যাওয়ার পর আর ফিরে আসেনি। স্থানীয়রা জানিয়েছেন, স্ত্রী বাড়িতে ফিরে না আসায় আবুল কাসেম অভিমান করে আত্মহত্যা করেছেন।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, আত্বহত্যার ঘটনায় লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আইএমটি