ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


যশোরে গাজাসহ আটক ১ 


১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০১

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে সীমান্তের বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ হজরত আলি নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
 
যশোর র‌্যাব জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারোপোতা মোঃ হজরত আলী (৫৫) তার বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য কেনা-বেচা করিতেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রাতে হাজির হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ হজরত আলীকে (৫৫) হাতেনাতে আটক করা হয়। 
 
পরবর্তীতে ধৃত আসামীর দেখানো মতে তাহার নিজ ঘরের বারান্দার ভিতরে হতে সাদা পলিথিন প্যাকেটের মধ্যে  রক্ষিত গাঁজা, যার ওজন পলিথিনসহ ০১(এক) কেজি উদ্ধার করা হয়। 
 
আটককৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
 
একেএ