গোপালগ্রামে মারামারি ঠেকাতে পুলিশের শান্তিসভা

মাগুরা সদর উপজেলার গোপালগ্রামে সম্প্রতি গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে সৃষ্ট মারামারি ও বাড়িঘর ভাংচুরসহ হানাহানি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয়।
বুধবার বিকালে গোপালগ্রাম ইউপির সামনে এলাকাবাসীকে শান্তির জন্য একত্রে করেন মাগুরা জেলা পুলিশ।
উক্ত ইউনিয়নের সামাজিক মাতব্বর পান্না মোল্লা, লিয়াকত ও আবুল কাসেমসহ উভয় পক্ষের ৩ শতাধিক লোকজন পরিষদের সামনে হাত উচু করে হানাহানি না করার এ শপথ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন, গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব, গোপালগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আঃ রউফসহ অন্যান্য নেতাকর্মী।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব, মাগুরা সদর থানার (ওসি) মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই জাফরউল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লখ্য, গতকাল (১১ ই সেপ্টেম্বর) মঙ্গলবার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে পান্না মোল্যা ও আবুল কাসেম সমর্থকদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। পরবর্তীতে এই সংঘাত ইউনিয়নব্যাপী ছড়িয়ে পড়লে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে আজ এলাকার সবাইকে নিয়ে শান্তির জন্য শপথবাক্য পাঠ করান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, এ মারামারির ঘটনায় থানায় ৩ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই সমাজে শান্তি ফিরে আসবে। পুলিশ আপনাদের বন্ধু, আপনারা অশান্তি করলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে।
সবশেষে উভয়পক্ষের নেতাদের মধ্যে কুশল বিনিময়ের মধ্যদিয়ে শান্তি সভা শেষ হয়।
একেএ