ছাতকে বজ্রপাতে নিহত ২

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রাম ও সুরমা নদীতে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম হৃদয় দাস (১৪) ও মামুন মিয়া (২৮)। হৃদয় দাস একই গ্রামের লুলু দাসের ছেলে এবং মামুন মিয়া পিরোজপুর জেলার কাঠালবাড়ি গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বুধবার সকালে হৃদয় দাস বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়।
অপরদিকে ছাতক উপজেলার সুরমা নদীতে নৌকায় পাথর বোঝায়ের সময় বজ্রপাতে মামুন মিয়া নিহত হয়।
একেএ