ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ফুটফুটে শিশুর জন্য শত ফোন, হাসপাতালে পুলিশ মোতায়েন!


১৬ মে ২০১৯ ০১:৪৬

রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের কমন টয়লেট থেকে উদ্ধারকৃত নবজাতকটিকে দত্তক নিতে বুধবার (১৫ মে) শত শত ফোন আসছে শেরে বাংলা নগর থানায়। হাসপাতালে ফুটফুটে মেয়ে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে ভিড় করছেন শতাধিক মানুষ। নিরাপত্তার জন্য শিশু হাসপাতালের ওই কেবিনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ওই নবজাতককে হাসপাতালের টয়লেটে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এক রোগীর স্বজন। শিশুটির বয়স আনুমানিক ৩ দিন। উদ্ধারের পর শিশুটিকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম (১৫ মে) বুধবার বলেন, সারাদিনে ৩শ কল এসেছে আমার কাছে। শিশুটিকে দত্তক নিতে চাই এমন কলও অনেক এসেছে। এখন আমরা শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন রেখেছি। চিকিৎসা শেষে কোর্টে দিবো, এরপর মহামান্য আদালত যেটা বলবেন সেই ভাবে আমরা কাজ করবো। এই মুহুর্তে আমরা শুধু শিশুটির আসল মাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।


নতুনসময়/এনএইচ