বজ্রপাতে স্কুলছাত্র নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামে বজ্রপাতে ফয়সাল হোসেন মণ্ডল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
ফয়সাল হোসেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জামালপুর গ্রামে ফয়সাল হোসেন তার বাসার অদূরে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
একেএ