পুলিশের অভিযানে আটক ৪৪

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপি মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত সদরে ১৬, শৈলকুপায় ৮ জন, হরিণাকুন্ডুতে ৩, কালীগঞ্জে ৪, কোটচাঁদপুরে ৩ ও মহেশপুর থেকে ১০ জনকে আটক করা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমএন